Friday, January 13, 2012

কিচ্ছু করার নেই

কিচ্ছু করার নেই,
তুমি ইস্তফা দিয়ে দাও.
কিচ্ছু করার নেই,
বরং পালিয়ে যাও.

কিচ্ছু করার নেই,
তোমাকে তো মারবেই.
কিচ্ছু করার নেই,
জোর করে কাড়বেই.

কিচ্ছু করার নেই,
ভুল ঠিক যাই হও.
কিচ্ছু করার নেই,
মুখ বুজে সব সও.

কিছু তো একটা করো?
এইভাবে চলে না .
মাথা তুলে বাঁচ নয়,
মরে বেঁচে যাও না?

রাত

হঠাত ঘুম ভেঙ্গে গেছে, নিশুত রাত তখন,
ভেড়া গোনা, তারা গোনা, এই চলবে এখন.
জোর করে চোখ বুজে ঘুমিয়ে পড়তে চাই..
মৌনী যেন গিলতে আসে, কোথায়ে পালাই!

আজ বড়ি নয়, চাই রুপকথা, চাই ঘুমের পরী,
একটু করে মনের রাশ ছাড়তে চেষ্টা করি.
রাতের গন্ধ, রাতের স্বাধ, আসতে আসতে পাই,
আর গীট পাকানো মনের দড়ির জট-টা ছাড়াই.

চাঁদির চাদর টানা কালো রাতের প্রিয়া,
বেশ, নাহয় তোমার সাথেই আজ পরকিয়া.
তোমার প্রাণে এত কথা কে জানত বলো!
মধুর অন্ধকার মেখে আবার এস কালও.

Followers